• Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠাতা মহেোদয়:


ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়,পশ্চিম জামালপুরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ১৯৫৯ সালে মোসলেমাবাদ গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন জলিল চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে একদল শিক্ষা নুরাগী ব্যাক্তিবর্গের সমন্বয়ে তাদের প্রাণান্ত চেষ্টায় মোসলেমাবাদ গ্রামে ৩ নং গুনারীতলা ইউনিয়নের প্রাণকেন্দ্র জোরখালী বাজারের পশ্চিম পাশে  গড়ে উঠে। ততকালীন বাস্তবতায় একটি বিদ্যালয় গ্রামের শিক্ষা ব্যাবস্থার আমুল পরিবর্তন ঘটায়।যা আজো মোসলেমাবাদ, নিশ্চিতপুর, কাতলামারী তিনটি গ্রামের শিক্ষা বিস্তারে আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে।বিদ্যালয়ের সুবিশাল  খেলার মাঠ শিক্ষার্থীদের পাশাপাশি তিনটি গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।যুগে যুগে অত্র বিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীরা পাঠদান শেষ করে, দেশের কল্যানে বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছে।